পৃথ্বী’র ঝোড়ো ব্যাটিং নিস্ফল! সহজ ম্যাচ কঠিন করে জিতলো লখনউ
ভুবন মোহনকর: ০৭/০৪/২০২২: দিল্লি – (১৪৯/৩-২০•০) vs লখনউ – (১৫৫/৪-১৯•৪)
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়েন্টস বৃহস্পতিবার সন্ধ্যায় লখনউ টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। দিল্লি নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। ওপেনার পৃথ্বী শ’র ৩৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস। ডেভিড ওয়ার্নার (১২ বলে ৪ রান) এবং পাওয়েল (১০ বলে ৩ রান) আজ সেভাবে দক্ষতা না দেখাতে পারলেও রিসভ পন্থ (৩৬ বলে ৩৮রান) এবং সরফরাজ খানের (২৮ বলে ৩৬ রান) ভালো ইনিংস দেখা যায়। আজ ব্যাটিং দক্ষতার মতো দিল্লি বোলিং দক্ষতাও সেভাবে দেখাতে পারেনি।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে লখনউ ১৪৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে আসাধারণ দক্ষতা প্রদর্শন করে। শুরু থেকেই ম্যাচ টেনে নিয়ে যান ডি-কক এবং কে এল রাহুল। ডি-কক ৫২ বলে ৮২ এবং ২৫ বলে ২৪ রান করেন রাহুল। ললিত যাদবের বলে ক্যাচ তুলে আউট হওয়ার পর এভিন লুইস ১৩ বলে ৫ রানে আউট হন কুলদীপের বলে।
সেট ব্যাটসম্যান ডি-কক আউটের পর লখনউ এর বেসামাল হয়ে পড়ে সেভাবে আজ দেখাতে পারেনি দিল্লির বোলার রা। সব মিলিয়ে আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি। ১৯ ওভারের ৪ তম বলে লম্বা ৬ হাঁকিয়ে ১৫৫ রান তোলে লখনউ।