ভ্রমণলাইফস্টাইল

সানডে ট্যুর-ট্রিপ: এই গরমে একটি শীতের অনুভূতি, গন্তব্য যখন উত্তরবঙ্গ ✍️ ভুবন মোহনকর

সানডে ট্যুর-ট্রিপ: এই গরমে একটি শীতের অনুভূতি, গন্তব্য যখন উত্তরবঙ্গ

ভুবন মোহনকর : ২৪/০৪/২০২২- ভাইরাস যত কমছে আর বাড়ছে, ঘরের আশেপাশে বেড়ানোর ইচ্ছে যেন তত বেশি মাথাচাড়া দিচ্ছে সবার। দূরে না যেতে পারি অন্তত কাছেপিঠেই কোথাওএইভেবেই ঝোলা কাঁধে বেরিয়ে পড়ছেন অনেকেই। তার ওপর শয়তান দক্ষিণবঙ্গের তীব্র গরমের দাবদাহ। সেরকমই একটি সুন্দর জায়গা হল উত্তরবঙ্গ। আজ আমরা দাজিলিং না গিয়ে যাবো অন্য একটি মনোরম জায়গা আলোচনা করবো।

কোথায় যাবো?

কালিংপং(লুছুং) আনন্দের কথা হল এই যে এখন পর্যন্ত খুব বেশি পর্যটক লুংচুর কথা জানেন না। ফলে এখানে হইচই, ভিড়, কোলাহল কিছুই নেই বললেই চলে। লুংচু কালিম্পঙে অবস্থিত। লাভা থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দিব্যি স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। *কি কি দেখতে পাবো?* লুংচু নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের রেঞ্জেই পড়ে। তাই অসংখ্য পাখি দেখার সুবর্ণ সুযোগ এখানে আছে। লুংচুকে কেন্দ্র করে আশেপাশে তাবাকোশি, বানকুলুং, বিজনবাড়ি, লামাগাঁও এগুলো ঘুরে দেখতে পারেন। পশ্চিমবঙ্গের উচ্চতম চাঙ্গিও জলপ্রপাত দেখে নিন।

 

কিভাবে যাবো?

হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি অথবা শেয়ালদাহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি, সেখান থেকে শিলিগুড়ি হয়ে জিপ ভাড়া পাওয়া যায় এখানে আসার জন্য। বা আগে লাভা এসে সেখান থেকে আরেকটা গাড়ি নিয়েও আসতে পারেন।

কোথায় থাকবো?

থাকার জন্য লুংচু নেচার রিসোর্ট রয়েছে। খরচ পড়বে ২৫০০ থেকে ৪৫০০ এর মধ্যে। খাবার খরচ আলাদা। প্রতিদিন মেনু দেখে অর্ডার করতে পারেন বা মিল প্যাকেজ কিনে নিতে পারেন, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার থাকবে। তাহলে এই গরমে একটু শান্ত অনুভতির জন্য ঘুরে আসুন কালিম্পং লুচুং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.