অন্যান্যক্রিকেটখেলা

IPL-2022 : আবারও আইপিএল এ করোনার থাবা! কি সিদ্ধান্ত নিতে চলছে বোর্ড

আবারও আইপিএল এ করোনার থাবা! কি সিদ্ধান্ত নিতে চলছে বোর্ড

ভুবন মোহনকর: ১৬/০৪/২০২২: আবারও করোনা থাবা বসাল এবারের আই পি এলে। করোনার প্রকোপ থেকে রক্ষা পেল না আইপিএলের চলতি মরশুমও। এর আগে দুই মরশুমে করোনার সংক্রমণের জন্য ভালমতো ভুগতে হয়েছে আইপিএলের আয়োজকদের। করোনায় আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। শুক্রবার, আইপিএলের তরফে এক বিবৃতিতে প্যাট্রিক ফারহার্টের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। আইপিএল সূত্রের দাবি, আক্রান্ত হলেও প্যাট্রিকের শরীরে গুরুতর কোনও উপসর্গ নেই। আপাতত তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

তাঁর পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দিল্লির মেডিক্যাল টিম প্যাট্রিকের উপর নজর রাখছে বলে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, গত কয়েকদিনে যারা যারা প্যাট্রিকের সংস্পর্শে এসেছেন তাঁদের সবার কোভিড পরীক্ষা হওয়ার কথা। এ বছরও আইপিএল ভারতে হবে কিনা তা নিয়ে একটা সময় রীতিমতো সংশয় তৈরি হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে দেশে সংক্রমণের হার অনেকটা কমে যাওয়ায় মহারাষ্ট্রের দু’টি শহরে কোটি টাকার লিগ আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

আইপিএলের জন্য কড়া জৈব বলয়ের ব্যবস্থা করা হয়। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, তাঁদের পরিবার, এমনকী মাঠকর্মীরাও থাকছেন জৈব বলয়ে। কিন্তু এত সচেতনতা সত্ত্বেও করোনার থাবা এড়ানো গেল না। তাহলে কি মাঝখানেই বন্ধ হতে চলছে এবারের খেলা নাকি অন্যত্র সরতে চলেছে সেবিষয়ে বোর্ড এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.